রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কে এই নতুন রোনালদো?

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: নতুন কোনো খেলোয়াড় একটু ভালো করলেই তাকে মহাতারকাদের সঙ্গে তুলনা করার অভ্যাস বেশ পুরনো। এ কারণে গত এক দশকে মেসি, রোনালদো, পেলে, ম্যারাডোনার সঙ্গে তুলনা হওয়া খেলোয়াড়ের অভাব নেই। অবশ্য প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পেরেছেন খুব কম ফুটবলার। তবে এবার এসেছেন নতুন একজন, যাকে রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন ফুটবলবোদ্ধারা।

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যাদের তুলনা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন উলভসের দিওগো জোতা, এসি মিলানের রাফায়েল লিয়াও, অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স ইত্যাদি। এই তালিকায় সর্বশেষ যোগ হওয়া নতুন খেলোয়াড়ের নাম ফাবিও সিলভা।

নামটা অপরিচিত লাগা স্বাভাবিক। অবশ্য গতকালের আগ পর্যন্ত তাকে খুব বেশি মানুষ চিনতো না। তবে রোববার ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তাকে কেনার পরই ফুটবলবিশ্বের নজর ঘুরেছে সিলভার দিকে।

ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে ১৮ বছর বয়সী ফাবিও সিলভাকে দলে ভিড়িয়েছে উলভারহ্যাম্পটন। টাকার অঙ্কে যা সাড়ে তিন কোটি পাউন্ড! এত টাকা দিয়ে এর আগে কাউকে দলে নেয়নি উলভসরা। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি টিন-এজারদের তালিকায় সপ্তম স্থানে চলে এসেছেন সিলভা।

ফাবিও সিলভা অবশ্য এখনো খুব বেশি ম্যাচ খেলেননি। পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে ২০১৯ সালের আগস্টে অভিষেক হওয়ার পর লিগ ম্যাচ মোটে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। তবে এরই মধ্যে পোর্তোর রেকর্ড বইয়ের নিজের নাম লিখিয়েছেন এই ফরোয়ার্ড।

পোর্তোর ইতিহাসে সিলভার থেকে কম বয়সে (১৭ বছর ২ মাস ৬ দিন) কোনো খেলোয়াড় ম্যাচ শুরু করেননি। দলটির হয়ে লিগ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি। এছাড়া সবচেয়ে কম বয়সে উয়েফা আয়োজিত কোনো প্রতিযোগিতায় পোর্তোর হয়ে অংশ নেয়া খেলোয়াড়ও এই সিলভা। ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা তিনিই। গত মৌসুমে পোর্তোর যুবদলের হয়ে ২৬ ম্যাচে ২০ গোল করেছেন সিলভা।

মূলত এসব কারণেই সিলভাকে দলে টেনেছে উলভস। এরপর এই ফরোয়ার্ডের ফুটবল নৈপুণ্যের একটি ভিডিও পোস্ট করেছে ক্লাবটি, যা দেখে যে কারো মনে রোনালদোর ভাবনা আসতে বাধ্য। ভবিষ্যতে তিনি রোনালদোর মতো হতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com