আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও চীনকে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক করোনা মহামারির জন্য সোজাসাপ্টা চীনকে দায়ী করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, ‘চীনই করোনাভাইরাসকে ছড়ানোর সুযোগ দিয়েছে এবং বিশ্বকে সংক্রমিত করেছে।
তিনি বলেছেন, ‘যে দেশটি এই মহামারি বিশ্বে ছড়িয়েছে সেই চীনাকে অবশ্যই আমাদের জবাবদিহিতার মুখে দাঁড় করাতে হবে।
চীনকে দায়ী করার ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘করোনাভাইরাসের শুরুর দিনগুলোতে চীন অভ্যন্তরীণ যাতায়াত লকডাউন করেছিল। অথচ চীন থেকে বাইরে যাওয়ার ফ্লাইট চালু ছিল এবং বিশ্বকে সংক্রমিত করেছে। চীন তাদের দেশে আমার ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা করে, অথচ তারা অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এবং নাগরিকদের তাদের বাড়িতে লকডাউন করে রেখেছিল।
গতকাল মঙ্গলবার সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন শুরু হয়েছে। করোনা মহামারির কারণে এবারই প্রথম সদস্য দেশগুলোর সরকার প্রধানরা সরাসরি বৈঠকে যোগ দিচ্ছেন না। তাদের রেকর্ড করা ভিডিও ভাষণ প্রচার করা হচ্ছে অধিবেশনে।