সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক ‌‌‘গুজব’: আইন উপদেষ্টা চিকিৎসার জন্য অধ্যাপক কামাল উদ্দিন রায়হানের আর্থিক সহায়তা প্রদান এশিয়া কাপের আগে প্রিয়জন হারালেন রশিদ সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১২৩টি সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা পলিথিন পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টা সবুজবাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হয়েছেন বশিরুল আলম ফারুক। ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা, দেখুন তালিকা ভিপি নুরের ওপর হামলার ঘটনায় এলডিপির নিন্দা

প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

বিনোদন ডেস্কঃ প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা-২: দ্য রুল’। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। তবে এবার জানা গেছে, উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমাটি। সুকুমার নির্মিত এ সিনেমা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন।

জানা গেছে, উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমাটি। সুকুমার নির্মিত এ সিনেমা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুক্রবার উত্তর ভারতের পিভিআর, আইনক্স প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হবে “পুষ্পা ২: দ্য রুল”।’ মুহূর্তে ছড়িয়ে পড়ে তার সেই পোস্ট। তার কিছুক্ষণ পরেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দাবি ফিরিয়ে নেন চলচ্চিত্র বিশেষজ্ঞ। তিনি লেখেন, ‘একটি সমস্যা হয়েছিল। তবে তার সমাধান হয়েছে। এক এক করে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবি।’

সারাবিশ্বে আল্লু অর্জুন অভিনীত এ সিনেমা ১৫০৮ কোটি রুপির ব্যবসা করেছে। সিনেমাটি মুক্তির আগে থেকেই অনুরাগীদের তুমুল আগ্রহ ছিল। করোনা মহামারির সময় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। সেই সময় মানুষকে প্রেক্ষাগৃহে ফিরিয়েছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার এ সিনেমা। তাই সিনেমার দ্বিতীয় পর্ব নিয়েও প্রথম থেকেই ব্যাপক উত্তেজনা দেখা গেছে।

তবে বিতর্ক ছেড়ে যায়নি পুষ্পাকে। গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল এ সিনেমা প্রদর্শন। উপস্থিত ছিলেন আল্লুও। উপচেপড়া ভিড়ে সেদিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। এ নিয়ে দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন আল্লু। তবে সেই দিনই তাকে অন্তর্বর্তী জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com