জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর নুর কমিউনিটি সেন্টারে যুবলীগ আয়োজিত জরুরি নির্বাচনী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘নেত্রী যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে যুবলীগকে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘ঢাকা-৫ উপ-নির্বাচনকে ঘিরে জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে আপনাদের। আপনারা প্রতিটি মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন। অবশ্যই স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করবেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরবেন।
তিনি বলেন, ‘আপনারা নিপীড়িত মানুষের কাছে যাবেন। তাদের সমস্যাগুলো নোট করে রাখবেন। পরবর্তীতে আমাদের কাছে দেবেন। কীভাবে তাদের সাহায্য করা যায়, কষ্ট লাঘব করা যায়, আমরা সে চেষ্টা করবো।
যুবলীগের নামে চাঁদাবাজি-ক্যাসিনো চলবে না, উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘মানুষকে নিপীড়ন করা চলবে না, বরং কোথায় অত্যাচার-নিপীড়ন হচ্ছে, যুবলীগ সেদিকে নজর রাখবে। এটাই হবে এখন যুবলীগের মূল চরিত্র। একই সঙ্গে সজাগ থাকবো অনুপ্রবেশকারীদের বিষয়ে।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুবলীগ কাজ করবে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, তিনি সৎ মানুষ। আর সৎ মানুষ ক্ষমতায় থাকলে ঢাকা-৫ আসনের মানুষও ভালো থাকবে।’
তিনি বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী থাকবে না। মা-বোনেরা নিরাপদে চলাচল করবে। শিক্ষার উন্নয়ন হবে, রাস্তা-ঘাট হবে। তাই মনিরুল ইসলাম মনু ভাইকে বিজয়ী করতে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করবে যুবলীগ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কালাম অনু, ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৬৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন প্রমুখ।