জ্যেষ্ঠ প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল কানেক্টিভিটি সম্প্রসারণের ফলে দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। আমাদের তুলনায় এমএফএস পৃথিবীর অনেক উন্নত দেশও সম্প্রসারণ করতে পারেনি। মোবাইল সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল ডিভাইস হওয়ায় এমএফএস-এর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে বাংলাদেশ দ্রুত ধাবিত হচ্ছে।’
শনিবার ঢাকায় টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনটি) আয়োজিত ‘ভাতা বিতরণে ডিজিটাল প্রযুক্তি : স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন মন্ত্রী।
টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদির সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, অ্যামটবের সাবেক সাধারণ সম্পাদক টিআইএম নূরুল কবির এবং নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবি সাধারণ সম্পাদক সমীর কুমার দে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এমএফএস এর অব্যাহত অগ্রগতিকে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের একটি বিস্ময়কর অগ্রগতি উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের জন্যে এটি একটি দৃষ্টান্ত। আমাদের এই অবস্থান আগামী দিনের ভিত্তি হিসেবে কাজ করবে। এই খাতের অগ্রগতিতে আমরা কাজ করছি এবং যে কোনো সহযোগিতা প্রদানে সরকার বদ্ধপরিকর।’
টেলিকম সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে গৃহীত যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মোস্তফা জব্বার বলেন, ‘‘২০২০ সালে দেশে কোভিড মহামারী শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের জীবনযাত্রায় ডিজিটাল সেবা একটি বিস্ময়কর বন্ধু হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে করোনাকালেও জীবনযাত্রাসহ দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।
‘করোনাকালেও থ্রিজি নেটওয়ার্ককে দেশের প্রায় শতভাগ অঞ্চলে ফোরজি নেটওয়ার্কে রূপান্তরিত করে দেশের প্রত্যন্তে পৌঁছে দেওয়া হয়েছে। ডেটার বর্ধিত চাহিদা পূরণ করা হয়েছে, ডেটার স্পিড সম্প্রসারণ করা হয়েছে। বেতার তরঙ্গ নিলাম করে নেটওয়ার্ক উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম চর, দ্বীপ ও হাওর অঞ্চলসহ দেশের প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সম্পন্ন হবে।”
সমাজ কল্যাণমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ দর্শন আজ সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে। এই কর্মসূচির কারণে করোনাকালেও দেশের অগ্রগতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘এমএফএস এর মাধ্যমে ভাতা ভোগীদের মধ্যে যথাসময়ে ভাতা পৌঁছে দেওয়ার কাজটি একটি মাইল ফলক ঘটনা।