রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংবর্ধনা

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৪৩ বার পঠিত

অনলাইন ডেস্ক : জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শনিবার জার্মানির মাইঞ্জ শহরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি এই সংবর্ধনার আয়োজন করে।

গত বছরের শেষ দিকে বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। করোনা মহামারির কারণে জার্মানিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপিত ছিল এবং বর্তমানে বিধিনিষেধ শিথিল করায় এই সংবর্ধনার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী খান। প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) সদস্য উরসুলা গ্রোডেন-ক্রানিচ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জার্মানির বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, জার্মান সিডিইউ দলের নেতা লুকাস আগস্তিন, জার্মান আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, ফ্রাঙ্কফুর্ট মাবিন বাংলা সেন্টারের পরিচালক ড. আবুল আমানুল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রধান উপদেষ্টা মাহবুবুল হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মো. আবু সেলিম, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ভুঁইয়া, এনআরডাব্লিউ আওয়ামী লীগের সভাপতি ও হাউজ অফ ইন্টেগ্রেশনের প্রতিষ্ঠাতা সভাপতি যুবরাজ তালুকদারসহ আরও অনেকে।

রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি প্রবাসীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) সদস্য উরসুলা গ্রোডেন-ক্রানিচ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ইউনুস আলী খান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে আজ পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প পরিচালিত হচ্ছে। তিনি পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে তৎকালীন সেতু সচিব বর্তমানে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও কবি হোসাইন আব্দুল হাই। স্বরচিত কবিতা আবৃতি করেন মীর জাবেদা ইয়াসমিন ইমি এবং কবি হোসাইন আব্দুল হাই। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় বাংলাদেশি-জার্মান সংগীত শিল্পী আবদুল মুনিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com