জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে রূপালী ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শওকত জাহান খানকে নতুন করে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে গত ৭ জুলাই আশিক রহমানকে অনুমোদন দিলেও ডিএসই’র সঙ্গে তার নানা বিষয়ে বনিবনা না হওয়ায় নিয়োগ দেওয়া হয়নি।
এদিকে, সিআরও পদে শওকত জাহান খানের নাম কমিশনের নিকট প্রস্তাব পাঠায় ডিএসই। আর এ প্রস্তাবটি অনুমোদন করে কমিশন।
বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, সিআরও পদের জন্য ডিএসই থেকে আমাদের নিকট নামের প্রস্তাব পাঠিয়েছিল, কমিশন তা অনুমোদন করে দিয়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আগে সিআরও পদে আশিক রহমানকে কমিশন থেকে অনুমোদন দিলে তার নিয়োগ প্রক্রিয়া শুরু করে ডিএসই। কিন্তু বেতন ভাতাসহ নানা বিষয়ে তার সঙ্গে বনিবনা না হওয়ার কারণে আশিক রহমানকে সিআরও পদে নিয়োগের বিষয়টি ডিএসই’র ১০১০ তম পর্ষদ সভায় বাতিল করা হয়। একই সভায় ডিএসই’র পর্ষদ শওকত জাহান খানের নাম অনুমোদন করে প্রস্তাব পাঠায় কমিশনে। আর কমিশন তাকে সিআরও পদে নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়।
এখন ডিএসই’র আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়োগ দেবে।