কুষ্টিয়া প্রতিনিধি : করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাত ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। আজ সোমবার (২ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ১২৫টি নমুনা পরীক্ষায় রেকর্ড ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়া সদরে ১৭৬, দৌলতপুরে ৪২, কুমারখালীতে ১৪০, ভেড়ামারায় ২৫, মিরপুরে ৬৬ ও খোকসা উপজেলায় ৩১ জন।
ডা. আব্দুল মোমেন জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২২৬ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ১৭৯ জন। ৪৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।