জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন হজ ২০১৯ এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া মসজিদে খুতবা পড়ার আগে মাদক ও ইয়াবার ভয়াবহ পরিণতি এবং জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সচেতন করার সুপারিশ করা হয়।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, এইচ এম ইব্রাহিম, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ অংশ নেন।
বৈঠকে হাজক্যাম্পের সিটসহ অন্যান্য সমস্যা, ফ্লাইটের শিডিউল সঠিক সময়ে না হওয়া এবং সৌদিতে যাওয়ার পর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নিরসনপূর্বক হাজযাত্রীদের সঠিক সেবা নিশ্চিতে স্থায়ী কমিটি ও মন্ত্রণালয় একযোগে কাজ করার সিদ্ধান্ত হয়।