জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামীকাল থেকে শুরু হচ্ছে কোভিড-১৯ গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম।
প্রথম ডোজের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই ২য় ডোজের এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।
নির্ধারিত ৩ দিনের প্রত্যেক দিন প্রতিটি কেন্দ্রেই ১ম ডোজের দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ৭০০ জনকে ২য় ডোজের টিকা প্রদান করা হবে। গত ৭ ও ৮ আগস্টে ১ম ডোজ টিকা গ্রহণকারীগণ ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীগণ ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীগণ ৯ সেপ্টেম্বর তারিখে যে কেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করেছিলেন একই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।
ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে ৭ আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লক্ষ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯ এর ১ম ডোজ প্রদান করা হয়েছিল।