শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিশ্বে করোনায় মৃত্যু পাঁচশ’র নিচে নামলো

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬২ লাখ ৮৮ হাজার ৩৭৯ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জনের। করোনা শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগী পৌঁছেছে ৫২ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৯৫ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৯৩ জনের।

সোমবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৯ জন। এ সময়ে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৫৬ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ কোটি ৮২ লাখ ৬০ হাজার ৩৩৭ জন শনাক্ত এবং ৩ লাখ ৭৭ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে তাইওয়ানে ৬৮ হাজার ৭৬৯ জন। একই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১৯ জন। এ নিয়ে তাইওয়ানে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৮৭ হাজার ৭৬৯ জনে। এছাড়া দেশটিতে মোট মারা গেছেন ১ হাজার ৬৮ জন।

এদিকে, সর্বোমোট মৃত্যু ও শনাক্তের বিচারে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৪ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছেন ২১ হাজার ৩৫৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। মারা গেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৭০ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৭ লাখ ৮০ হাজার ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ২২ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যু হয়নি। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৬৪৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ২৫৭ জন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৬১ জন এবং মারা গেছেন ২৩ হাজার ৭০৯ জন।

একদিনে ইতালিতে ২৭ হাজার ১৬২ জন শনাক্তের পাশাপাশি মারা গেছেন ৬২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৯৬৭ জন।

এছাড়া সংক্রমণের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩০ জনের। তবে এসময়ে ভাইরাসটিতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশটিতে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত ৪ কোটি ৩১ লাখ ২৩ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ২১৪ জন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৫ দিন দেশে কোনো করোনা রোগী মারা যাননি।

সর্বশেষ গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ১২ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com