ঈদুল আযহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ৮ জুলাই থেকে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, আগামী ৭ জুলাই আমাদের শেষ কর্ম দিবস, কেননা ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন। আর ৯ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হবে। ক্যাম্পাস বন্ধ থাকবে ১৬ জুলাই পর্যন্ত। ঈদের ছুটি শেষে ১৭ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১০ জুলাই দেশে ঈদুল আযহা উদযাপিত হবে।