বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য, মানবাধিকার ও শ্রম পরিবেশ দেখতে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় কমিটির আন্তর্জাতিক বাণিজ্য (আইএনটিএ) সংক্রান্ত একটি প্রতিনিধিদল।
রোববার ইইউর ঢাকা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, ইইউ সংসদীয় কমিটির সদস্য হেইডি হাওতালার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।
সদস্যরা পৃথক পৃথক দলে রোববার ঢাকায় পৌঁছান। প্রতিনিধি দলে ইইউর ছয়জন সংসদ সদস্য, বৈদেশিক নীতি বিভাগের দুজন এবং সংস্থাটির রাজনৈতিক গ্রুপের তিনজন এজেন্ট রয়েছেন।
জানা গেছে, আগামী বুধবার (২০ জুলাই) পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবেন। সফরে তারা সরকারি-বেসরকারি, আইএলও এবং সুশীল সমাজের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।
কূটনৈতিক সূত্র বলছে, ইইউর প্রতিনিধিদলের সংসদীয় কমিটির বেশিরভাগই ঢাকা সফরের আগে ইইউতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহের সঙ্গে বৈঠক করেছেন।