চট্টগ্রাম নগরের চকবাজার থানার অলি খাঁ মসজিদ এলাকায় চাঁদা না পেয়ে লেগুনা চালকসহ দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- লেগুনা চালক মো. মাসুদ ও শ্রমিক নেতা মো. খলিল।
জানা গেছে, চকবাজারের লেগুনা স্ট্যান্ডে নিয়মিত চাঁদা আদায় করতেন কয়েকজন। চাঁদা না দিলে চালকদের মারধর করতেন তারা। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে লেগুনা চালক মাসুদকে মারধর শুরু করেন। ওই সময় শ্রমিক নেতা খলিল বাঁধা দিলে তারা দা দিয়ে দুজনকে কুপিয়ে আহত করেন। একই সঙ্গে খলিলের পকেটে থাকা ছয় হাজার টাকা ছিনিয়ে নেন।
চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।