বৈশ্বিক করোনাভাইরাসের কারণে মার্কিন যুক্তরাষ্টের মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। ১৯৯৬ সালের পর থেকে দেশটির মানুষের গড় আয়ু সর্বনিম্নতে অবস্থান করছে।
সরকারের তথ্যানুযায়ী, বর্তমানে মার্কিনিদের গড় আয়ু ৭৬.১ বছর, যা ২০১৯ সালে ছিল ৭৯ বছর। এটি একটি শতাব্দীর মধ্যে দুই বছরে অত্যাধিক আয়ু পতন।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধক তথ্য অনুযায়ী, করোনাভাইরাস গড় আয়ু কমানোর জন্য প্রধান ভূমিকা রাখছে।
আদি আমেরিকান ও আলাস্কার বাসিন্দাদের আয়ু দুই বছরে কমেছে। অস্থায়ী একটি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের আয়ু কমেছে ২ বছর ৭ মাস।
পরিসংখ্যান অনুযায়ী, ২ বছর সাত ৭ মাসের মধ্যে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত করোনায় ৫০ শতাংশ আয়ু কমে গছে। এর আগে, ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মহামারিতে আয়ু কমাতে ৭৪ শতাংশ ভূমিকা রেখেছে। এদিকে, ওষুধ বেশি গ্রহণের কারণে ২০২১ সালে মার্কিনিদের আয়ু ১৫.৯ শতাংশ কমেছে।
গড় আয়ু কমার ক্ষেত্রে হার্টঅ্যাটাকে মৃত্যু, মারাত্মক যকৃত রোগ, সিরোসিস এবং আত্মহত্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।