নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি জব্দ করলেও গাড়ী চালক মো. হাসান পালিয়ে গেছেন।
নিহত দেলোয়ার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হোগলাকান্দীর বাসিন্দা। বর্তমানে দক্ষিণখান থানার ফায়দাবাদ গনকবরস্থান রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। এ বিষয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে দেলোয়ার হোসেন উত্তরা আধুনিক মেডিকেলে তার এক স্টাফের অসুস্থ্য মাকে দেখে ভিতরের রাস্তা দিয়ে হাউজ বিল্ডিং আসার পথে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড এলাকায় বেপরোয়া গতিতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্ট্রো গ-৪৩-২১৫২) এসে তাকে পেছন থেকে সজোর ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এলাকার লোকেরা তাকে উত্তরা আধুনিক মেডিকেলে নেন। কর্তব্য রত ডাক্তার তাকে নিউরোসাইন্স হাসপাতালে নিতে বলেন। সেখান থেকে নিউরোসাইন্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ নিউরোসাইন্স হাসপাতাল থেকে তার মরদেহ উদ্বার করে ।
এদিকে দুর্ঘটনার পর ড্রাইবভার সু কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রাইভেটকার (ঢাকা মেট্ট্রো গ-৪৩-২১৫২)টি জব্দ করেন।
ওসি মোহাম্মদ মহসীন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে, প্রাইভেটকার চালক পালিয়ে গেছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।