সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অজিদের হারিয়ে সিরিজ ভারতের

  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ বার পঠিত

আজ যেন টি-টোয়েন্টি ক্রিকেটের মেলা বসেছে। বাংলাদেশ খেলছে আরব আমিরাতের বিপক্ষে, ভারত খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ খেলতে নেমেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের একটিতে ভারত, অন্যটিতে জিতেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারনী ম্যাচ হিসেবে দাঁড়িয়ে গেলো।

রোববারের এই ম্যাচে যে জিতবে সিরিজ তার। এমন সমীকরণের ম্যাচে দায়দরাবাদে মুখোমুখি হয় ভারত এবং অস্ট্রেলিয়া। অবশেষে ভারত ১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে সিরিজ নিজেদের করে নেয়।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার জন্য অস্ট্রেলিয়াকেই আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই বোলাররা দ্রুত তিন উইকেট তুলে নেন।

অ্যারোন ফিঞ্চ, স্টিভেন স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলকে হারায় তারা। ফিঞ্চ ৭, স্মিথ ৯ এবং ম্যাক্সওয়েল করেন ৬ রান। তবে এর মধ্যেই ঝড়ো গতিতে ব্যাট করে রান তোলেন এবং সাজঘরে ফিরে যান ওপেনার ক্যামেরন গ্রিন। মাত্র ২১ বল খেলে ৫২ রান করেন তিনি। ২৪৭.৬১ স্ট্রাইক রেটে ৭টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি।

২২ বলে ২৪ রান করেন জন ইংলিশ। ২৭ বলে ৫৪ রান করেন টিম ডেভিড। শেষ দিকে ২০ বলে ২৮ রান করেন ড্যানিয়েল শামস।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অক্ষর প্যাটেল নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল এবং হার্শাল প্যাটেল।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত করে ৯৭ রান। লোকেশ রাহুল ১ এবং রোহিত শর্মা আউট হয়েছেন ১৭ রান করে।

এর পরই হাল ধরেন কোহলি, বিরাট কোহলি ৬৩ এবং সুর্যকুমার যাদব ৬৯ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। আর হার্দিক পান্ডিয়া শেষে ব্যাট হাতে নেমে ঝড়ো ২৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com