শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ। এ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে।
গত কয়েকটি টি-২০ ম্যাচে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান। এ পজিশনে মিরাজ কিছুটা ভালো করলেও সাব্বির জ্বলে উঠতে পারেননি। এর ফলে সাব্বির ওপেনিং স্লটের জায়গা হারাতে পারেন। টিম ম্যানেজমেন্ট ওপেনিং স্লটের জন্য নাজমুল হোসেন শান্তকে বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে।
এছাড়া লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা এক প্রকার পাকা। এরপর বাকি থাকে বোলারদের স্লট। নিউজিল্যান্ডের বাউন্সি উইকেট বিবেচনায় চার পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ।
একজন পেসার কম নিয়ে খেললে ব্যাটিং অর্ডারে জায়গা পেতে পারেন ইয়াসির আলি রাব্বির। এ ক্ষেত্রে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ কিংবা মুস্তাফিজুর রহমানদের কেউ।
এসব বিবেচনায় বাংলাদেশের সম্ভাব্য একাদশে হতে পারে এমন- মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ।