আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলার মানুষ আর খুনিদের রাজত্ব করতে দেবে না। বিজয়ের মাসেই আমরা খুনিদের দেশছাড়া করব।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডি ৩২-নম্বরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, ১৫ আগস্টের খুনিরা এখনো দেশে বিচরণ করার সাহস দেখায়। শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়েছেন, তখন এই খুনিদের বংশধররা অপপ্রচার চালাচ্ছে, হুমকি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদকে উসকে দিচ্ছে।
তিনি আরো বলেন, এই খুনিরা রাজাকারদের সঙ্গে মিলে আমাদের হুমকি দিচ্ছে। তারা নাকি খালেদা জিয়াকে নিয়ে দেশ চালাবে। আজ তারা হুমকি দিয়ে ভয় দেখিয়ে গণতন্ত্রকে শেষ করে দিতে চায়। বেআইনিভাবে নব্য কায়দায় ক্ষমতায় বসতে চায়। ’৭৫ এর এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র ও মানবতার কথা বলে মীর জাফরের দল বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়। আগামী ১০ ডিসেম্বর তারা ঢাকায় মহাসমাবেশের নামে নাশকতার ছক এঁকেছে। ১০ ডিসেম্বরের আগেই তাদের প্রতিহত করতে হবে। সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।