চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত গতিতে এগোচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত দলটি ৭ ম্যাচ খেলে ৬টিতেই তুলে নিয়েছে জয়। এর মধ্যে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
দলের এমন অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিলেট ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম মালিক সকলে। দলের এমন খুশি পথশিশুদের মাঝেও ছড়িয়ে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছিল সিলেট ফ্র্যাঞ্চাইজি। মাঠে খেলা দেখার সুযোগ করে দিয়েছে প্রায় দুই শ জন পথশিশুকে।
আজ (২৪ জানুয়ারি) ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে এমন অসাধারণ দৃশ্য দেখা গেছে। যেখানে ১৮৪ জন পথশিশু সিলেটের জার্সি গায়ে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম মাতিয়েছে মাশরাফীদের নামে স্লোগান দিয়ে।
পথশিশুদের এক করে মাঠে নিয়ে আসার কাজ করেছে ছায়াতল বাংলাদেশ নামক সংগঠন। ম্যাচশেষে সেরা উচ্ছ্বসিত দর্শক হিসেবে ছায়াতলের এক কর্মী পুরস্কারও পেয়েছেন। জাতীয় দলের সাবেক এবং সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গেও মিলিত হতে পেরেছেন।
পথশিশুদের মাঠে আসার দিনে হতাশ হতে হয়নি সিলেট ফ্র্যাঞ্চাইজিকে। দলটি শ্বাসরুদ্ধকর এক ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশালকে শেষ বলে এসে ২ রানের ব্যবধানে হারিয়েছে।