পৃষ্ঠপোষকতায় ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় বসুন্ধরা গ্রুপ এগিয়ে। এবার তারা বাংলাদেশ নারী ফুটবলের উন্নয়নে এগিয়ে এলো। ২০২৩ থেকে ২৫ সাল পর্যন্ত নারী ফুটবলের পৃষ্ঠপোষকতা করবে বসুন্ধরা গ্রুপ।
বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বাসভবনে বাফুফের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তিস্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী বসুন্ধরা গ্রুপ ঘরোয়া পর্যায়ে নারীদের প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বয়স ভিত্তিক সিনিয়র দলের ম্যাচ খেলার খরচও বহন হবে।
এছাড়া লাদেশ নারী ফুটবল দলের সঙ্গে রয়েছে ঢাকা ব্যাংক। বসুন্ধরার পাশাপাশি ঢাকা ব্যাংকও থাকবে সাবিনাদের সঙ্গে।
দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের দুই সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহী, ইমরুল হাসান সহ আরো অনেকে।