শরীয়তপুরের জাজিরায় দুইটি বালতি ভরা ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জাজিরা উপজেলার দূর্বাডাঙ্গা বাজার এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্বাডাঙ্গা বাজার এলাকার অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ভুট্টাক্ষেতে থাকা দুইটি বালতির ভেতর থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়।
এর আগে, রোববার রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের জানখার কান্দি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১১৫টি খালি জর্দ্দার ডিব্বা, ৮৩টি কসটেপ, পাঁচ কেজি তারকাটা, ৭০০ পিস মার্বেল, আড়াই কেজি টিন কাটা, দুইটি বালতিসহ ককটেল তৈরির আলামত উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আনিকা ও লিপি আক্তার নামে দুই নারীকে আটক করা হয়।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ভুট্টাক্ষেত থেকে ককটেল উদ্ধার করা হয়। এছাড়া রোববার রাতে রাতে ককটেল তৈরির আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।