ঘূর্ণিঝড় ‘মিধিলি’ প্রভাব কেটে যাওয়ার পরই ঢাকায় দেখা মিলেছে সূর্যের। মেঘমুক্ত আকাশে সকালেই ঝলমলে রোদ বলে দিচ্ছে প্রকৃতিতে হেমন্তকাল।
শনিবার আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি ঝরিয়ে মিধিলি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে আরো উত্তর–পূর্ব দিকে চলে গেছে। ফলে আজ শনিবার এবং আগামীকাল রোববার বৃষ্টিপাত থাকবে না, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা আছে।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে ঠান্ডা বাড়তে পারে।
এদিকে মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদসংকেত নামিয়ে ৪টি বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।