দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে কল্যাণ পার্টির প্রার্থী দয়াল কুমার বড়ুয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম মনোনয়ন বাছাই শেষে এ ঘোষণা দেন।
এরআগে, দয়াল বড়ুয়া ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মনোনীত প্রার্থী হিসেবে হাত ঘড়ি মার্কার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং আমি বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হতে পারবো।’
উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।