গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে। পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংঘাতময় এমন পরিস্থিতিতে লেবাননে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন।
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, লেবাননে বান্তুচ্যুতির কারণ দক্ষিণ থেকে চালানো লড়াই।
সতর্ক করে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, লড়াই আরো বেড়ে গেলে সীমান্তরেখার (ব্লু লাইন) দুই পাশে বেসামরিক মানুষেরা আরো ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হবে।
ইসরায়েল, লেবানন ও অধিকৃত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ কার্যত যে সীমানা রেখা টেনে দিয়েছে, সেটাই ব্লু লাইন।
এ বিষয়ে স্টিফেন ডুজারিক আরো বলেন, মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার বিষয়টি (বিশেষত ব্লু লাইন বরাবর) এখনো সীমিত রাখা হয়েছে। এই পরিস্থিতি আমাদের সেসব এলাকায় প্রয়োজনীয় পণ্যের সরবারহের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।