মেট্রোরেলের বিরতির সময় কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
যাত্রীদের চাহিদা বিবেচনায় মেট্রোরেলের বগি বাড়ানো প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এটা তো একটা টেকনোলজিক্যাল বিষয়। এটা তো সাধারণ রেলওয়ে না যে বললেই…।
বগি বাড়ানোর আর কোনো সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফ্রিকোয়েন্সিটা দুই মিনিট করে কমানোর একটা ব্যবস্থা হচ্ছে।
ওবায়দুল কাদের আরো বলেন, মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না, যখন-তখন বগি বাড়ানো যাবে, যখন তখন একটা চেঞ্জ করা যাবে। পৃথিবীর কোনো দেশে মেট্রোর বগির সংখ্যা পাঁচের বেশি নয়। আমাদের এখানে অলরেডি ছয়টা কাজ করছে।