দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সিলেটে সফরকারীদের বিপক্ষে ৩২৮ রানে হারের তেতো স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও ধাক্কা খেয়েছে টিম টাইগার্স।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলে তালিকার চার থেকে সাতে অবনমন হয়েছে বাংলাদেশের। অন্যদিকে, বিশাল জয়ে তলানি থেকে ছয়ে ওঠে এসেছে লঙ্কানরা।
এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে ভারত। এখনো অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৯টি ম্যাচ খেলে ৬টিতে জিতেছে ভারত। দুটি হার ও এক ড্র। ভারতের পয়েন্ট ৭৪। পয়েন্টের শতাংশ ৬৮.৫১।
এছাড়া দুইয়ে আছে অস্ট্রেলিয়া। ১২টি টেস্টের মধ্যে ৮টি জিতেছেন তারা। তিনটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। তাদের পয়েন্টের শতাংশ ৬২.৫০।
এদিকে ৬ ম্যাচে তিন জয় নিয়ে সেরা তিনে আছে নিউজিল্যান্ড। সেরা এই তিন দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে শীর্ষস্থান দখল করা নিয়ে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, একেকটি দল প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট করে পায়। হারলে কোনো পয়েন্ট যোগ হয় না। আর মন্থর ওভার রেটের শাস্তি হিসেবে পয়েন্ট কেটে নেয়া হয়।