মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চট্টগ্রামে শ্রীলঙ্কান ব্যাটারদের নির্বিঘ্ন সুচনা

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচে শুরুটা ভালোই হয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের। ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনটা অনায়াসেই পার করে দিচ্ছেন লঙ্কান দুই ওপেনার। নিশান মাদুশকা আর দিমুথ করুনারত্নের ওপেনিং জুটিতে ২৪ ওভার শেষ হবার আগেই ৮১ রান করে ফেলেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৮১ রান। মাদুশকা ৫২ আর করুনারত্নে ২৯ রানে অপরাজিত আছেন।

এর আগে, সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে টস জিতে দেয় সফরকারিরা। তারা সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করার। প্রথম সেশন বাদ দিলে সিলেটে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। পেয়েছিলো ৩২৮ রানের বিশাল ব্যবধানের এক লজ্জাজনক হার। প্রথম টেস্ট হারের পর এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। তাদেরকে সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে।

শ্রীলঙ্কা এই টেস্টে একটিমাত্র পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ইনজুরিতে আক্রান্ত কাসুন রাজিথার পরিবর্তে এসেছেন আসিথা ফার্নান্দো। আর বাংলাদেশ দলে ঘটেছে দুইটি পরিবর্তন। পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানার বদলে এসেছেন হাসান মাহমুদ ও সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com