সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শোকাবহ আগষ্ট

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৯ বার পঠিত

শোকাবহ আগষ্ট ;
মো: শফিকুল ইসলাম: শোকের মাস আগস্ট মাস।বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাতের মাস।বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে “৬৬-এর ৬-দফা,” ৬৯-এর গণঅভ্যুত্থান, “৭০-এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। তার অসামান্য অবদানের জন্য আজও এ দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তায় পরিণত হয়েছে।
১৯৭৫ সালের এ মাসের ১৫ তারিখ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্রী, পুত্র, পুত্রবধুসহ নিকট আত্মীয়গণ আততায়ীর গুলিতে শাহাদাৎ বরণ করেন। আমি শোকাহত চিত্তে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
শোকের এই মাসে পরম করুণাময় আল্লাহপাকের দরবারে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিনত করতে ” ভিশন ২০৪১” ঘোষণা করেছেন। আমি আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য-আয়ের দেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ ও উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত হবে। এ জন্য প্রয়োজন সকলের সমন্বিত প্রয়াস। পাশাপাশি সন্রাস ও জঙ্গিবাদমুক্ত প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও স্বাধীনতার পক্ষের সকল শক্তির দৃঢ় ঐক্য।
মো: শফিকুল ইসলাম
আওয়ামী লীগ নেতা।
কাউন্সিলর পদপ্রার্থী
ডিএসসিসি ৫২ নং ওয়ার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com