সিটিজেন প্রতিবেদকঃপ্রধান বিচারপতি ওবায়ুদল হাসানের পদত্যাগের দাবিতে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
শনিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে এই মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষা ভবন মোড়ে মেট্রোরেলের উড়াল সড়কের নিচে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি, চিফ জাস্টিজের পদত্যাগ, স্বৈরাচারের আস্তানা, এই বাংলায় হবে না স্লোগান দিতে থাকেন৷
এর আগে বেলা ১১টার পর প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবীরাও।
এর আগে আজই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরই পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতির সূত্রপাত। পরে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়।