সিটিজেন প্রতিবেদকঃসাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতা হাছান মাহমুদ, তার স্ত্রী নূরান ফাতিমা, মেয়ে নাফিসা জুমায়না মাহমুদের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে তাদের হিসাবের সব তথ্যও।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিন জনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তোলা যাবে না।
রোববার আর্থিক গোয়ান্দা বিভাগের একটি চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করা হলো। বিএফআইইউর এ নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে আর কোনো অর্থ উত্তোলন করা যাবে না।