শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চট্টগ্রাম টেস্টঃ টানা তিন ওভারে তাইজুলের তিন শিকার

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা উইকেটহীন থাকার পর নিজের টানা তিন ওভারে তিনটি শিকার ধরলেন তাইজুল ইসলাম। হঠাৎ করে চাপে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকাও।লং অফ দিয়ে তাইজুলকে বিশাল ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে যান আগের দিনের অপরাজিত ব্যাটার বেডিংহ্যাম। ৭৮ বলে ৫৯ রান এসেছে তার ব্যাট থেকে।

আজ বুধবার (৩০ অক্টোবর) আগের দিনের ৩০৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহাম দ্বিতীয় দিনের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা।

এই জুটিতে ভর করে ক্রমেই বড় সংগ্রহের দিকে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের মতো এদিনও বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। ডেভিড বেডিংহামকে ফিরিয়ে ভাঙেন জুটি। অর্ধশতক তুল নেওয়া ডেভিড বেডিংহামের বিদায়ে ভাঙে ১১৬ রানের জুটি।

ডেভিড বেডিংহামের পরে টনি ডি জর্জিও ফেরান তাইজুল। তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান টনি ডি জর্জি। আউট হওয়ার আগে করেন ১৭৭ রান। এই দুই ব্যাটারে বিদায়ে ৩৯১ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এই দুই ব্যাটারের বিদায়ের পর কাইল ভেরেইনাকেও ফেরান তাইজুল। ৩ বলে শূন্য রান করে তাইজুলের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান কাইল ভেরেইনা। তাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার পূর্ণ করেন তাইজুল।

এই তনি ব্যাটারের দ্রুক বিদায়ের পর জুটি গড়েন রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। জুটি গড়ে লাঞ্চ বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেনে তারা। এই জুটিকে ভর করে ১১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৩ রান করে লাঞ্চ বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টেস্টে টস জিতে চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তার এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। ওপেনিংয়ে তার গড়েন ৬৯ রানের জুটি। এইডেন মার্করাম ৩৩ রান করে ফিরে গেলেও বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। এই দুই ব্যটারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করে প্রথম দিন শেষ করে প্রোটিয়ারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com