উত্তরা সংবাদ দাতা ঃ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শহীদ ছাত্র- জনতার স্মরণে উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
গতকাল রাত ১২ টা ১ মিনিটে উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ,সিনিঃ সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মানিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ, সহ-সম্পাদক আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক স্বপন রানা, অর্থ সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক চপল সরদার, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিক শিবলী,প্রচার সম্পাদক তানভীরসহ সিনিয়র নেতৃবৃন্দ ক্লাবের পক্ষ থেকে বীর সেনাদের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান ও সিনিয়র সদস্য আশ্রাফ হোসেন ডালি, তরিকুল ইসলাম, রাজু আহমেদ ও মামুন খান ।
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ডাকে শুরু হয় যুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র। দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন।
এ সময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের গর্বিত মহান বিজয় দিবস। আজকের এ মহান দিনে আমি সে সব শহীদ বীর সেনা ও জুলাই-২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
আজকের এ দিনে আমি আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহিদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।
এ সময় তিনি স্বাধীনতার যুদ্ধে নিহত বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যে সব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা।