ক্রীড়া ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতে টানা দুই ম্যাচ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। এবার সুযোগ ওয়ানডেতে হোয়াইটওয়াশের বদলা টি-টোয়েন্টিতে নেওয়ার। প্রথম ম্যাচ ৭ রানে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ রানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স।
শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে গণমাধ্যমকে সিমন্স বলেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কী।’
শেষ ম্যাচেও বাংলাদেশের জয়ের সামর্থ্য আছে বলে উল্লেখ করেন সিমন্স বলেন, ‘আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনা করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচে এবং দ্বিতীয়টিতেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসব কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।