হাফসা উত্তরা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনায়
উত্তরা পশ্চিম থানা ছাত্রদল এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম,স্কেল,পানি ও বিস্কুট বিতরণ করেন।
উত্তরা ৭ নং সেক্টর উত্তরা হাইস্কুলের সামনে ১ নং ওয়ার্ড ছাত্রদল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল আলম খান সোহেব। জানা যায়, ১ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী ছাত্রদল নেতা আকিব, আলামিন হোসেন,রাকিব শেখ,বেলাল হোসেন
তাহের হোসেন,রবিউল হোসেন,আশিক হোসেন ও সাব্বির হোসেনের সার্বিক সহায়তায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় পশ্চিম থানা ছাত্রদল সভাপতি সোহেব জানান,প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে আজ ৩০শে এপ্রিল বুধবার এসএস সি পরীক্ষা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে তারা এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।
স্থানীয়রা বলেন উত্তরা ১ নং ওয়ার্ড ছাত্রদলের এমন মহতী কাজের ভূয়সী প্রশংসা করেন। অভিভাবকরা বলেন ছাত্ররা আগামী দিনে দেশ পরিচালনায় ভুমিকা রাখবে, এখন থেকেই তাদেরকে প্রস্তুতি নিতে হবে।