অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আরও আধুনিক, উন্নত, গতিশীল ও সহজে ব্যবহার উপযোগী ওয়েবসাইট চালু করেছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট এর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী।
নতুন ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ তাদের নিজস্ব ওয়েবপেজের মাধ্যমে বিস্তারিত তথ্য দিতে পারবে, এখানে সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে খুব সহজেই সংযোগ ঘটানো যাবে। তবে ওয়েবসাইটের ঠিকানা আগের মতই থাকছে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা, উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিনেরা এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধানরা।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে দেশে বিদেশের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আরো সহজতর যোগাযোগ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তারা।