বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করেছেন ৯০ হাজার ২৬৪ জন হাজি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৪টিসহ মোট ২৫৭টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। চলতি বছর হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে মোট ১১২ জন হাজি/হজযাত্রী মারা যান। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জন মারা যান।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।