চট্টগ্রাম প্রতিনিধি, সিটিজেন নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামীকাল রবিবার (০৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।
রবিবার বেলা ১১টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে । আবেদন ফি ১ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী বিশ^বিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (http://admission.cu.ac.bd) পাওয়া যাবে।
নির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুসারে ২৭ অক্টোবর ই ইউনিট , ২৮ অক্টোবর উ ইউনিট, ২৯ অক্টোবর অ ইউনিট, ৩০ অক্টোবর ঈ ইউনিট, ৩১ অক্টোবর ই১ উপ-ইউনিট এবং উ১ উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।