বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চলচ্চিত্রের প্রধান প্রচার মাধ্যম ছিল বাংলাদেশ বেতার – নারায়ন চন্দ্র

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বেতার এর উদ্যোগে গত কাল সোমবার দুপরু ১২টা থেকে জাতীয় বেতার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান সিনেরঙ এর কুইজ বিজয়ী উল্লেখ্য প্রতি সোমবার বিকাল ৪:০০টা থেকে ৫:০০টা প্রচারিত হয় সিনেরঙ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ২৩৫ জন শ্রোতাকে অতিথীদের মাধ্যমে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বেতারের মহাপরিচালক বলেন অতীতে বাংলাদেশি চলচ্চিত্রের প্রধান প্রচার মাধ্যম ছিল বাংলাদেশ বেতার। মাঝে দীর্ঘদিন বেতারের ক্ষয়িঞ্ষু জনপ্রিয়তা টিভি মিডিয়া গ্রাস করায় চলচ্চিত্রের সাথে বেতারের সম্পর্কে ছেদ ঘটেছে। এদেশের ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমার সফলতার কাহিনী বর্ণনা করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দেশি সিনেমার প্রতি নেতিবাচক ভাব দূও করার প্রয়াশে বেতার সিনেরঙ অনুষ্ঠানটি চালু করেছে; যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ওমরসানী, মৌসুমী, পপি সকলইে অতীতে বাংলাদেশ বেতারে বাংলাদেশী সিনেমার ব্যাপক প্রচারণার কথা স্মরণ করে বলেন বর্তমানে বাংলা সিনেমাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে বাংলাদেশ বেতারে প্রতিটি নতুন ছবির প্রচারণা কার্যক্রম ব্যাপকভাবে চালানো আবশ্যক। একমাত্র এই প্রচারণার মাধ্যমেই দেশের আপামর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যে কোন নতুন ছবির আকর্ষণ পৌছে দেয়া সম্ভব।

উল্লেখ্য, বেতারপ্রেমী শ্রোতাদের নিয়মিত চিঠিতো রয়েছেই; ফেসবুক লাইক, রিচ, কমেন্টস এবং ইমেইল এর হিসাবে বর্তমানে বেতারের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান এই সিনেরঙ। অনুষ্ঠানটি যদি বাংলাদেশী সিনেমার প্রতি দেশের জনসাধারনের সামান্যতম আগ্রহ বাড়াতে সক্ষম হয়, সেটাই হবে রাষ্ট্রীয় মিডিয়া হিসেবে বেতারের এবং উক্ত সিনেরঙ অনুষ্ঠানটির সার্থকতা।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, উপ-মহাপরিচালক(বার্তা) হোসনেয়ারা তালুকদার, প্রধান প্রকৌশলী আহমেদ কামরুজ্জামান, উপ-মহাপরিচালক(অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদসহ বেতারের সকল ইউনিট প্রধান ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র নায়ক ওমরসানী, চিত্র নায়িকা মৌসুমী ও নায়িকা পপি, মাইকেল জ্যাকসন খ্যাত বিল্লাল বেপারী ও কৌতুক অভিনেতা মুরাদ, সঙ্গীত শিল্পী মেহরীন, রাজীব ও পুতুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com