মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

উৎপাদনশীলতা জাতীয় অর্থনীতির অপরিহার্য অঙ্গ : রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ২১৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উৎপাদনশীলতা জাতীয় অর্থনীতির একটি অপরিহার্য অঙ্গ। এটি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করে। উৎপাদন, সঞ্চয়, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে এনপিওর (ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন) পাশাপাশি সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও সেবা সংস্থাকে উৎপাদনশীলতা বাড়াতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে আজ মঙ্গলবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

আগামীকাল ২ অক্টোবর দেশব্যাপী জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করবে শিল্প মন্ত্রণালয়ের অধীন এনপিও। এ বছরের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা।’

রাষ্ট্রপতি বলেন, টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়নের ধারা চলমান রাখার জন্য আমাদের আরও বেশি প্রতিযোগিতামূলক হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com