নিজস্ব প্রতিবেদক: আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নিশ্চিত করতে বার কাউন্সিল ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ডের দাবি জানিয়েছে শিক্ষানবিশ আইনজীবীরা। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, আমরা এলএলবি অনার্স সম্পন্ন করে বার কাউন্সিলের সব নিয়মকানুন মেনে জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছি। আমরা সবাই আইন পেশায় যাব-এমনটাই প্রত্যাশা করছি। আমাদের সার্বিক পরিস্থিতি ও অপূরণীয় ক্ষতির কথা বিবেচনায় নিয়ে ২০১৯ সালের আইনজীবী তালিকাভূক্তির পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ বার কাউন্সিল ও জড়িত বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
তারা আরও বলেন, অধিক শিক্ষার্থী ভর্তি করিয়ে ভুল করলে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। তার জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড না দিয়ে শাস্তি দেয়া ন্যায়বিচার পরিপন্থী। যদি বার কাউন্সিল ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে মানবিক দৃষ্টিতে না দেখে তাহলে নিজেরা হতাশাগ্রস্ত হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ থাকবে না।
মানববন্ধনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গাজী সাদেকুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকরাম চৌধুরীসহ শিক্ষানবিশ আইনজীবীরা উপস্থিত ছিলেন।