ক্রীড়া ডেস্ক: ব্যাট হাতে যা করার এক ইনিংসে সুযোগ পেয়েছেন। তবে বল হাতে নিজেকে যেন নতুন করে চেনালেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় লিগের দ্বিতীয় স্তরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোর।
তামিম ইকবাল, মুমিনুল হক, সাদমান ইসলামরা থাকার পরও মাহমুদউল্লাহ রিয়াদের অলরাউন্ড নৈপূণ্যই থাকলো আলোচনায়। দুই ইনিংসেই ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে এক ইনিংস ব্যাট করে রিয়াদ করেছেন ৬৩ রান। ১৩৪ বল খেলে ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।
তবে মাহমুদউল্লাহর এই অলরাউন্ড নৈপূণ্য সত্ত্বেও ম্যাচের কোনো ফল হলো না। ড্র হয়েছে শেষ পর্যন্ত। তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগ দুই ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছে ২৯০/১০ এবং ২২৭/৫। ঢাকা মেট্রোপলিটন এক ইনিংস ব্যাট করে সংগ্রহ করেছে ৩৫৪ রান।
চতুর্থ দিন শেষ ইনিংসে ভালো ব্যাট করতে করতে আউট হয়ে যান তামিম ইকবাল। তিনি সংগ্রহ করেন ৪৬ রান। তার সঙ্গী ওপেনার পিনাক ঘোষ ১০৯ বল খেলে ৫৭ রান সংগ্রহ করেন। মুমিনুল হক কোনো রানই করতে পারেননি। তাসামুল হক করেন ৫৩ রান এবং মাসুম খান অপরাজিত থাকেন ৬১ রান করে।
দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শণ করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।