অনলাইন ডেস্ক:ভিয়েতনামকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সোমবার দেশটির ঢাকাস্থ বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের প্যাকেজ সরবরাহ করছে। তিনি ভিয়েতনামকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশি যুবকরা অত্যন্ত দক্ষ এবং দ্রুত সবকিছু শিখে নেয়। অশুল্ক বাধা অপসারণ করা হলে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আরও প্রসারিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূতের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য ট্রান ভান খোয়াকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া আসিয়ান কাঠামোর মধ্যে রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনামের সমর্থন চান ড. মোমেন। ২০২০ সালের জানুয়ারি আঞ্চলিক এই সংস্থার সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে ভিয়েতনাম।
রাষ্ট্রদূত খোয়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ কথা তার সদর দফতরকে জানানোর আশ্বাস দেন। রোহিঙ্গাদের নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আসিয়ান চেয়ারম্যান হিসেবে ইতিবাচক ভূমিকা নেয়ারও আশ্বাস দেন তিনি।
ট্রান ভ্যান ঢাকায় দায়িত্ব পালনকালে সহায়তার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।