বিশেষ প্রতিবেদক: মহান আল্লাহ জগতের রহমত হিসেবে নবী করিম (সা.) কে প্রেরণ করেছেন। তার জীবনদর্শন অনুসরণ করলে জগতে সুখশান্তি ফিরে আসবে বলে জানিয়েছেন,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি জঙ্গিবাদ বর্জন করে সকল মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজ রোববার রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাইজভান্ডারীর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু।
সকাল ৯টায় মাইজভান্ডার দরবার শরিফের আলহাজ শাহজাদা সৈয়দ সঈদ উদ্দিন আহমেদ আল হাসান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে রাসুলুল্লাহর (সা.) সুন্না পালন করে চলতে হবে। হানাহানি হিংসা পরিহার করতে হবে। আজকের এই দিনে সকলকে নিয়ে যেন মিলেমিশে চলতে পারি সে কামনা করেন।
লাখো মুসলমানের অংশগ্রহণে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে ইসলাম কায়েম করে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে দেশবরেণ্য হাক্কানি ওলামায়ে কেরামগণ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীসহ আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।