অর্থনেতিক প্রতিবেদক, সিটিজেন নিউজ: পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জুলাই’১৮ থেকে মার্চ’১৯ অর্থাৎ বিগত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৬১ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ১.০৩ টাকা।
এসময় শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭.৭০ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১০ টাকা।
এদিকে, তৃতীয় প্রান্তিকের শেষ তিন মাসে অর্থাৎ জানুয়ারি’১৯ থেকে মার্চ’১৯ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ০.৬৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৪৫ টাকা।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এসএস স্টিল লিমিটেড। ‘এন’ ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ শত ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৪৫ কোটি টাকা।
উল্লেখ্য, সোমবার দিনের শুরুতে কোম্পানিটির প্রারম্ভিক শেয়ার দর ছিল ২৯.৫০ টাকা।