নিজস্ব প্রতিবেদকঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি একাংশ (অলির) পক্ষ থেকে গণমাধ্যমকে এক প্রেস রিলিজ প্রেরণ করা হয়।
এতে উল্লেখ ছিল ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আসম আব্দুর রব নাগরিক ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণস্বাস্থ্যের ডক্টর জাফরুল্লাহ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
কিন্তু এলডিপির অলি অংশের আলোচনা সভায় কেউই উপস্থিত ছিলেন না দেখা মেলেনি কোন হেভিওয়েট নেতাকর্মীকেও।
যেন ভেস্তে গেল অলির আলোচনা সভা।
বিশেষ সূত্র মতে জানা যায় অলি’র এলডিপি সাথে জামাতের আঁতাঁত সম্পর্ক থাকায় হেভিওয়েট কোনো নেতাকর্মী উপস্থিত হননি।
অন্যদিকে আসম আব্দুর রবের উপস্থিত থাকবেন মনে করে জামাতের কোন নেতাকর্মী উপস্থিত ছিল না।
বিশেষ সূত্র মতে আরো জানা যায় এলডিপির (অলি) একাংশ রাজনীতি পাড়ায় কোণঠাসা অবস্থানে রয়েছে।
জামাতের সাথে বিশেষ সম্পর্কের কারণে দলটির এমন অবস্থা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য এলডিপির দাবিদার আব্বাসী -সেলিম অংশে চলছে নেতাকর্মীদের ভিড়।
আব্বাসী সেলিমের এলডিপি অধিক শক্তিশালী হওয়ায় রাজনৈতিক নেতারা অলি কে এড়িয়ে চলছেন বলে জানা যায়।