শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ডিএফপিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র ও দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র দুটি হলো- জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’।

ডিএফপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিনদিনের কর্মসূচির মধ্যে প্রতিদিন আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও ১৭ ডিসেম্বর একই স্থানে বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে তিনটায় ডিএফপি নির্মিত ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘আমাদের মুক্তিযুদ্ধ’ প্রদর্শন করা হবে।

আগামীকাল ১৮ ডিসেম্বর একই স্থানে বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে তিনটায় ‘এ স্টেট ইজ বর্ন’, ডিএফপি নির্র্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘একাত্তরে গণহত্যা ও বধ্যভূমি’ এবং ডিএফপির অপর ছবি ‘ওদের ক্ষমা নেই’ প্রদর্শন করা হবে।

আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com