কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে শিশুসহ দুজন নিহত এবং আহত হয়েছে আরও দুজন। রবিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কালিন্দী ইউনিয়নের গোকপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলো– নির্মাণশ্রমিক মো. বাবু (২৪) এবং স্থানীয় শিশু রাহিম (৭)। আহতরা হচ্ছে– নির্মাণশ্রমিক মো. রুবেল (২৮) ও মো. হারুন (৬৫)। নিহত রাহিম বোরহানীবাগ মারকাজুল মাদ্রাসার শিশুশ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. আওকাত হোসেন। অপর নিহত বাবুর বাবার নাম নাগর বেপারী। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জে।
প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার হোসেন জানান, সকালে বেল্লাল নামে এক ব্যক্তির জমিতে নিহত বাবুসহ কয়েকজন নির্মাণশ্রমিক কাজ করছিল। ওই জমির পাশে শিশু রাহিম খেলা করছিল। এ সময় ওই জমির পাশে হাজী বুলেট নামে এক ব্যক্তির বাড়ির দেয়াল হঠাৎ তাদের ওপর ধসে পড়ে। আশপাশের লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাহিম ও নির্মাণশ্রমিক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মো. রুবেল ও মো. হারুন সেখানে ভর্তি রয়েছেন।
এই দুর্ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল এবং কেরানীগঞ্জ মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।