আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে করোনভাইরাসের ব্যাপক আকারে ছড়িয়ে পড়া রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সে দেশের সরকার।
করোনাভাইরাসে ইতালিতে এ পর্যন্ত ৭৯ জন আক্রান্ত এবং দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ রোববার বিবিসি জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তে জরুরি পরিকল্পনা ঘোষণা করেছেন শনিবার রাতে। উত্তরে লোম্বারডি ও ভেনেতে অঞ্চলের ১২টি শহরের লোকজনকে কোয়ারেনটাইনে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
শহরগুলোর প্রায় ৫০ হাজার লোককে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কন্তে বলেছেন, ভাইরাস আক্রান্ত এলাকার লোকজন বিশেষ অনুমতি ছাড়া বের হতে পারবেন না। অন্য এলাকার লোকজনও অনুমতি ছাড়া সেসব স্থানে প্রবেশ করতে পারবেন না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া।
ওইসব এলাকায় সব স্কুল ও খেলাধুলা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সিরি আ’র রোববারের কয়েকটি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।