ঢাকা: রাজধানী গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে বাসের ধাক্কায় মাহবুবুর রহমান (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম জানান, এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে মাইসুম (অর্প) বলেন, ‘আমার বাবা সাবেক ঠিকাদার ছিলেন, আমাদের এক আত্মীয়ের কাজের জন্য মতিঝিলে যান। সেখানে কাজ শেষ করে গুলিস্তান থেকে ওই আত্মীয়কে বাসে তুলে দেন। সেখানে ভিক্টর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
তিনি আরও জানান, মগবাজার মীরবাগে পরিবার নিয়ে থাকেন তারা। নিহতের এক ছেলে ও এক মেয়ে আছে।